টেশিসকে প্রযুক্তি সহায়তা দেবে এডিএন টেলিকম

টেলিফোন শিল্প সংস্থাকে (টেশিস) প্রযুক্তিগত সহায়তা দেবে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান এডিএন টেলিকম।

নিজস্ব প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2019, 05:20 PM
Updated : 6 August 2019, 05:21 PM

সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে এবিষয়ে একটি চুক্তি হয়েছে বলে এডিএন’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চুক্তির আওতায়, এডিএন টেলিকম কৌশলগত অংশীদার হিসেবে টেলিফোন শিল্প সংস্থাকে আইপিপিএবিএক্স, আপিটিএসপিসহ অন্যান্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দেবে।

টেলিফোন শিল্প সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ফকরুল হায়দার চৌধুরী এবং এডিএন টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

টেশিস হল বাংলাদেশের সরকারি মালিকানাধীন টেলিকম কোম্পানি।

টেলিফোন শিল্প সংস্থার উপ-মহাব্যবস্থাপক (সেলস অ্যান্ড পিএসটিএন) মিজানুর রহমান মোল্লা, সিনিয়র প্রকৌশলী মিজানুর রহমান, এডিএন টেলিকমের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ ফজলুন নাঈম, জেনারেল ম্যানেজার জিয়াউল হক, সহকারী মহাব্যবস্থাপক এ.এম শহীদুল্লাহ ও রিজিওনাল ম্যানেজার দেবব্রত বর্মণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।