ব্র্যাকের নতুন নির্বাহী পরিচালক আসিফ সালেহ্

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আসিফ সালেহ্।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2019, 05:53 PM
Updated : 30 July 2019, 05:53 PM

তার নিয়োগ পহেলা অগাস্ট থেকে কার্যকর হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।

এতে বলা হয়েছে, সরকারি, বেসরকারি ও উন্নয়ন এই তিন খাতেই শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে আসিফ সালেহ্‌র।  ব্র্যাক এবং ব্র্যাকের বাইরে বিভিন্ন উন্নয়ন কর্মসূচির জন্য সফল ও কার্যকর ব্যবস্থাপনা প্রবর্তন, টেকসই পরিচালন পদ্ধতি ও আর্থিক ব্যবস্থাপনা গড়ে তোলা এবং কার্যকর অংশীদারিত্ব সৃষ্ঠির ক্ষেত্রে তিনি দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

২০০১ সালে ব্র্যাকে যোগদানের পর থেকে আসিফ সালেহ অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ, ইনফরমেশন টেকনোলজি, কমিউনিকেশন এবং সোশ্যাল ইনোভেশনসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এছাড়া নগরাঞ্চলের দারিদ্র্য নিরসন, যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং অভিবাসন ক্ষেত্রে ভবিষ্যতের উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবেলায় ব্র্যাক যাতে সময়োপযোগী পদক্ষেপ নিতে পারে, তা নিশ্চিত করতে আসিফ সালেহ্ অগ্রণী ভূমিকা রেখেছেন। এমপাওয়ারমেন্ট ক্লাস্টারের ঊর্ধ্বতন পরিচালক হিসেবে তিনি ব্র্যাকের একাধিক নতুন উদ্যোগ যেমন নগর উন্নয়ন, মানবাধিকার ও আইন সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং অভিবাসন কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ব্র্যাক।

ব্র্যাকে যোগদানের আগে আসিফ সালেহ্ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই কর্মসূচির পলিসি স্পেশালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারের ডিজিটাল বাংলাদেশ উদ্যোগের অংশ হিসেবে তিনি দেশব্যাপী সাশ্রয়ী ব্রডব্যান্ড সংযোগের প্রসারে নীতিমালা তৈরির কাজে নেতৃত্ব দেন।

আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা গোল্ডম্যান স্যাকসে ১২ বছর কাজ করেছেন আসিফ সালেহ। গ্ল্যাক্সো ওয়েলকাম, আইবিএম এবং নরটেলের সঙ্গেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

আসিফ সালেহ কম্পিউটার সায়েন্সে স্নাতক এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটির স্টার্ন স্কুল অব বিজনেস থেকে ব্যবস্থাপনা ও মার্কেটিংয়ে  এমবিএ করেন।