যুক্তরাষ্ট্রে বেক্সিমকো ফার্মার পঞ্চম ওষুধ রপ্তানি শুরু

যুক্তরাষ্ট্রের বাজারে রক্তচাপ নিয়ন্ত্রনের ওষুধ নাডোলল রপ্তানি শুরু করেছে বেক্সিমকো ফার্মাসিটিউক্যালস লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2019, 04:38 PM
Updated : 30 July 2019, 04:52 PM

বুধবার বেক্সিমকো ফার্মাসিটিউক্যালসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, নাডোলল ট্যাবলেট (২০ মিগ্রা, ৪০ মিগ্রা এবং ৮০ মিগ্রা) ব্রিস্টল-মায়ার্স স্কুইব এর করগার্ড ট্যাবলেটের সমতুল্য, যা উচ্চ রক্তচাপ এবং বুকে ব্যাথার (অ্যাঞ্জিনা পেকটোরিস) চিকিৎসায় ব্যবহৃত হয়।

কার্ভেডিলল, সোটালল, মোথোকার্বোমল এবং মেটফরমিন এর পর এটা বেক্সিমকো ফার্মার পঞ্চম ওষুধ যেটি বিশ্বের সবচেয়ে বড় ওষুধের বাজার যুক্তরাষ্ট্রে রপ্তানি শুরু করেছে প্রতিষ্ঠানটি।

আইকিউভিআইএ’র তথ্য অনুযায়ী,যুক্তরাষ্ট্রে নাডোলল’এর ৬৩ মিলিয়ন ডলারের বাজার রয়েছে।

বেক্সিমকো ফার্মাসিটিউক্যালসর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বলেন, “যুক্তরাষ্ট্রের বাজারে পঞ্চম ওষুধ নাডোলল রপ্তানি শুরু করতে পেরে আমরা আনন্দিত। এ থেকেই বোঝা যায় বিশ্বের গুরুত্বপূর্ণ এ বাজারে আমাদের অবস্থান প্রতিনিয়ত আরো মজবুত হচ্ছে।”

“এই সম্ভাবনাময় মার্কেট গুলোতে ক্রমবর্ধমান রপ্তানি বিশ্ববাজারে ওষুধ শিল্পের বিকাশকে আরও সুদৃঢ় করবে।”

২০১৫ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রের এফডিএ কর্তৃক অনুমোদন পাওয়ার ধারাবাহিকতায় ২০১৬ সালের অগাস্ট মাসে বেক্সিমকো ফার্মা বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান হিসাবে যুক্তরাষ্ট্রের বাজারে ওষুধ রপ্তানি শুরু করে।

বেক্সিমকো ফার্মা বিশ্বব্যাপী ৫০টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করছে এবং ইউএস এফডিএ, এজিইএস (ইইউ), টিজিএ (অস্ট্রেলিয়া), হেলথ কানাডা, জিসিসি (গালফ) এবং টিএফডিএ (তাইওযয়ান) সহ শীর্ষস্থানীয় আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক স্বীকৃতি লাভ করেছে।