চার হাজার মোবাইল টাওয়ার কো-লোকেশন্স করল ইডটকো

সমন্বিত টেলিযোগাযোগ অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ দেশের চার হাজার মোবাইল নেটওয়ার্ক টাওয়ার সফলভাবে কো-লোকেশন্স সম্পন্ন করেছে বলে ঘোষনা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2019, 04:43 PM
Updated : 28 July 2019, 04:43 PM
রোববার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৩ সাল থেকে বাংলাদেশের টেলিযোগাযোগ অবকাঠামো খাতে প্রতিষ্ঠানটি মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের এই সেবা দিয়ে আসছে।

২০১৩ সাল থেকে টাওয়ার সেবা খাতে টাওয়ার লিজিং, কো-লোকেশন্স, বিল্ড-টু-স্যুট, এনার্জি, ট্রান্সমিশন এবং অপারেশন্স ও মেইন্ট্যানেন্স বিষয়ে সার্বিক সহযোগিতা করে আসছে ইডটকো।

ইডটকো বিডির কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রাহুল চৌধুরী বলেন, “দেশের টেলিযোগাযোগ শিল্পের উন্নয়ন এবং সরকারের ডিজিটালাইজেশনের লক্ষ্য পূরণের এই অর্জন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”

ইডটকো বর্তমানে বাংলাদেশে ১০ হাজার নিজস্ব মোবাইল টাওয়ার পরিচালনা করছে।