২৫ জুলাই বাংলাদেশের রানওয়েতে নামবে ‘গাঙচিল’

বিমানের বহরে যোগ দিতে দেশে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তৃতীয় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ ‘গাঙচিল’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2019, 04:14 PM
Updated : 23 July 2019, 04:14 PM

বিমানের জনসংযোগ শাখার ব্যবস্থাপক তাছমিন আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ২৫ জুলাই ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছাবে নতুন এই বোয়িং।

তাছমিন আকতার বলেন,  “উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে বিকেল পৌনে ৫টায় সরাসরি বাংলাদেশে এসে পৌঁছাবে। ”

উড়োজাহাজটির নাম ‘গাঙচিল’ রাখা হয়েছে বলে জানান তিনি। 

বিমানের কর্মকর্তারা জানিয়েছেন, বিমানের চারটি ড্রিমলাইনার উড়োজাহাজের নামই পছন্দ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এগুলো হলো- ‘আকাশবীণা’, ‘হংসবলাকা’, ‘গাঙচিল’ ও ‘রাজহংস’।

এরমধ্যে বাংলাদেশের বিমান বহরে ১৫তম উড়োজাহাজ হিসেবে গত বছর অগাস্টে বাংলাদেশে আসে  ‘আকাশবীণা’। এরপর ডিসেম্বরে এই বহরে যোগ দেয় ‘হংসবলাকা’।

বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত এই দুটি উড়োজাহাজই এখন যাত্রী পরিবহন করছে।

চারটি ৭৮৭ ড্রিমলাইনারসহ ১০টি উড়োজাহাজ কিনতে ২০০৮ সালে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ২ দশমিক ১ বিলিয়ন ডলারের চুক্তি করে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি।

ইতোমধ্যে বহরে যুক্ত হয়েছে আটটি বিমান। গাঙচিলের পর ড্রিমলাইনার ‘রাজহংস’ আসার কথা রয়েছে আগামী সেপ্টেম্বরে।