বন্যাদুর্গতদের জন্য ব্র্যাকের ৫০ লাখ টাকা

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তার জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2019, 07:30 PM
Updated : 22 July 2019, 07:30 PM

ব্রাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ জুলাই পর্যন্ত বন্যাদুর্গত ১০ জেলার ৩০টি উপজেলায় জরুরি ত্রাণ সহায়তা দিয়েছে ব্র্যাক। 

এ পর্যন্ত ৭ হাজার ৬৪৪ পরিবারে শুকনো খাদ্য, নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া বিশুদ্ধ পানি ও নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করতেও কাজ করছে সংস্থাটি।

বগুড়া ও গাইবান্ধা জেলায় বিভিন্ন স্কুল, বাঁধ ও উঁচু রাস্তায় আশ্রয় নেওয়া পরিবারগুলোর জন্য ব্র্যাকের ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন (ওয়াশ) কর্মসূচি সেবাসুবিধা বাড়িয়েছে। নতুন নতুন ল্যাট্রিন, গোসল করার স্থান এবং নলকূপ স্থাপন করা হচ্ছে।

কুড়িগ্রামের উলিপুর, জামালপুরের সরিষাবাড়ি, নেত্রকোনার দুর্গাপুর, কলমাকান্দা ও বারহাট্টা উপজেলার বন্যাদুর্গতদের মাঝে ২১ জুলাই প্রথমবারের মতো  ব্র্যাকের পক্ষ থেকে শুকনো খাদ্য বিতরণ করা হয়। সেইসঙ্গে সিলেট সদর ও বগুড়ার সারিয়াকান্দিতে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।