রংপুরে হয়ে গেল বিজ্ঞানচিন্তা-বিকাশ বিজ্ঞান উৎসব

শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে ঢাকা ও চট্টগ্রামের পর এবার রংপুরেও হয়ে গেলো বিজ্ঞানচিন্তা-বিকাশ বিজ্ঞান উৎসব।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2019, 12:59 PM
Updated : 20 July 2019, 12:59 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রংপুর জিলা স্কুলে এই বিজ্ঞান উৎসবের আয়োজন করা হয়। দেশব্যাপী স্কুল শিক্ষার্থীদের বিজ্ঞানে উৎসাহী করতেই এই উদ্যোগ শুরু হয় ঢাকা থেকে।

এরপর অনুষ্ঠিত হয় চট্টগ্রামে। তারই ধারাবাহিকতায় রংপুরে এই বিজ্ঞান উৎসব হলো। সামনে অনান্য বিভাগীয় শহরেও হবে এবং সব শেষে ঢাকায় গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে।

মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ এবং বিজ্ঞান ভিত্তিক মাসিক পত্রিকা বিজ্ঞানচিন্তার যৌথ আয়োজনে এই উৎসবের এয়াজন করা হয়।

অনুষ্ঠান উদ্বোধন করেন রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক এ আর মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বিকাশের হেড অব রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স হুমায়ুন কবির, বিজ্ঞানচিন্তার সহ-সম্পাদক আবদুল গাফফার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ, রংপুর সরকারি টিচার্স ট্রেইনিং কলেজের প্রশিক্ষক রেজাউল করিম ও রংপুর জিলা স্কুলের শিক্ষক সম্পা রানী।

বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা দলগতভাবে অনেকগুলো প্রকল্প উপস্থাপন করে। উৎসবের আগে নিবন্ধনের ভিত্তিতে প্রাথমিক যাচাই-বাছাই শেষে এই প্রকল্পগুলো প্রর্দশিত হয়। কুইজ পর্বে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিজ্ঞান প্রকল্পে এবং কুইজে বিজয়ীদের পুরস্কারও বিতরন করা হয় এবং এখান থেকে ১০টি প্রকল্প জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়।