দাঁতের সুরক্ষায় অরূপ রতনের সঙ্গে হোয়াইট প্লাসের চুক্তি

দাঁতের সুরক্ষায় দন্তরোগ বিশেষজ্ঞ অরূপ রতন চৌধুরীর সঙ্গে চুক্তি করেছে টুথপেস্ট ব্র্যান্ড হোয়াইট প্লাস।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2019, 01:07 PM
Updated : 16 July 2019, 01:24 PM

সম্প্রতি অরূপ রতন চৌধুরীর সঙ্গে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের এই টুথপেস্ট ব্র্যান্ডটি চুক্তি করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির হেড অব অপারেশনস মালিক মোহাম্মদ সাইদ ও অরূপ রতন চৌধুরী চুক্তিতে সই করেন।

চুক্তির আওতায় হোয়াইট প্লাস এবং অরূপ রতন চৌধুরী দাঁতের যত্নে সচতেনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। এই কর্মসূচিতে বাচ্চাদের দাঁতের যত্ন প্রাধান্য পাবে।

হোয়াইট প্লাস ব্র্যান্ডটি ইতোমধ্যে ৫ থেকে ১২ বছর বয়সী বাচ্চাদের দাঁতের এনামেল সুরক্ষার জন্য হোয়াইট প্লাস কিডস্ টুথপেস্ট বাজারজাত করছে।