বাংলাদেশের বাজারে এল ‘রোমানো’

পুরুষদের প্রসাধনী ব্র্যান্ড ‘রোমানো’র সুগন্ধিপণ্য প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে যাত্রা শুরুর ঘোষণা দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2019, 12:57 PM
Updated : 16 July 2019, 12:58 PM

বিশ্বব্যাপী রোমানোর বাজারজাতকারী প্রতিষ্ঠান মালয়েশিয়াভিত্তিক কোম্পানি উইপ্রো উনযা’র সঙ্গে যুক্ত হয়ে পণ্যগুলো বাংলাদেশে নিয়ে এসেছে এসএমভি কনজ্যুমারস লিমিটেড। বাজারজাত করছে জিমি ডিস্ট্রিবিউশন্স লিমিটেড।

মঙ্গলবার রাজধানীর ফার্মগেইটে ডেইলি স্টার ভবনে আয়োজিত অনুষ্ঠানে রোমানোর পণ্য নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রোমানো নতুন এবং অন্য ধাঁচের ছেলেদের বডি-স্প্রে নিয়ে এসেছে; যা এশিয়ার পরিবর্তনশীল আবহাওয়ার সাথে খাপ খেয়ে যায়। ক্ল্যাসিক,অ্যাটিট্যুড ও ফোর্স এই তিনটি সুগন্ধি রয়েছে তাদের।

উইপ্রো উনযার বিজনেস হেড অনিল গৌতম বলেন, গত ১৬ বছরে ১১টি ব্যবসা নিয়ে উইপ্রো কনজ্যুমার কেয়ার বেশ বলিষ্ঠ অর্থনৈতিক অবস্থানে পৌঁছেছে। এখন সময় এসেছে বড় বড় ব্র্যান্ড গুলোর সঙ্গে প্রতিযোগিতা করার। রোমানো পুরোপুরি ছেলেদের প্রসাধনীর এবং এর পুরুষালি সুগন্ধ ও দীর্ঘস্থায়িতা একে অন্যদের থেকে আলাদা করে।

“এই ব্র্যান্ডটি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য দেশগুলোতে বেশ ভাল করছে এবং এই কারণেই বাংলাদেশে রোমানো ভাল করবে।”

অনুষ্ঠানে উইপ্রো উনযা ওভারসিজ লিমিটেডের হেড অব বিজনেস টনি আর সুপিয়াহ, উইপ্রো উনযা ইন্ডিয়ার কান্ট্রি ম্যানেজার শ্রেয়াস সরনাথান, এসএমভি কনজ্যুমারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জিয়াউল হাসান উপস্থিত ছিলেন।