ট্রান্সফাস্ট এলএলসির মাধ্যমে রেমিটেন্স আনবে পদ্মা ব্যাংক

পদ্মা ব্যাংকের সঙ্গে ট্রান্সফাস্ট রেমিটেন্স এলএলসির একটি চুক্তি হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2019, 01:47 PM
Updated : 15 July 2019, 01:47 PM

এই চুক্তির ফলে এখন থেকে ট্রান্সফাস্ট রেমিট্যান্স এলএলসির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা দেশে টাকা পাঠাতে পারবেন।

সেই টাকা পদ্মা ব্যাংকের যে কোনো শাখা থেকে উঠানো যাবে।

সোমবার রাজধানীর গুলশানে পদ্মা ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু এবং ট্রান্সফাস্ট রেমিট্যান্স এলএলসি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ খাইরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী জারিয়াব, হেড অফ বিজনেস জাবেদ আমিন, সিএফও শরিফুল ইসলাম এবং হেড অফ রেমিটেন্স মাসুদ রানা মজুমদার উপস্থিত ছিলেন।

ট্রান্সফাস্ট রেমিটেন্স এলএলসি বিশ্বব্যাপী রেমিটেন্স সেবা প্রদানকারী আমেরিকান প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে তাদের নিজস্ব কার্যালয়; যার মাধ্যমে তারা বাংলাদেশসহ বিশ্বের ২০০টিরও বেশি দেশে প্রবাসীদের রেমিটেন্স সেবা প্রদান করে।

আর বাংলাদেশে ৫৭টি শাখার মাধ্যমে আধুনিক ব্যাংকিং সুবিধাসহ গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক।