নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক প্রশিক্ষণ

নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে ব্র্যাক ব্যাংকের আন্তর্জাতিক উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2019, 01:21 PM
Updated : 10 July 2019, 01:21 PM

ডাচ এফএমও’র অংশীদারিত্বে আমেরিকান ব্যাবসন কলেজের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করেছিল ব্র্যাক ব্যাংক।

৩ জুলাই থেকে শুরু হয়েছিল এই প্রশিক্ষণ কর্মসূচি। ৯ জুলাই মঙ্গলবার শেষ হয়েছে। এতে ৩৫ জন নারী ব্যবসায়ী অংশ নেন বলে ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রশিক্ষণ কর্মসূচি শেষে প্রশিক্ষণে অংশ নেওয়া নারী উদ্যোক্তাদের সার্টিফিকেট দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভিনসেন্ট চ্যাং।

উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার লীলা রশিদ, ব্যাবসন কলেজের অধ্যাপক প্যাটরিকা জি গ্রিন, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন।

আর এফ হোসেন বলেন, প্রশিক্ষণ কর্মসূচিটি নারী উদ্যোক্তাদের ভবিষ্যতে ইতিবাচক প্রভাব ফেলবে। দেশের বিভিন্ন জায়গা থেকে আসা নারী উদ্যোক্তারা এই প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ হয়ে উঠেছে।

 “নারীদের তাদের লক্ষ্যে পৌঁছাতে ও তাদের দক্ষতাকে ব্যবহারের আরও সুযোগ দেওয়া উচিত।”

ব্যাবসন কলেজ উদ্যোক্তাদরে পাওয়ারহাউজ নামে পরচিতি। যা যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ উদ্যোক্তা কলেজ হিসাবে পরিচিত। আর এফএমও একটি ডাচ বিনিয়োগ সংস্থা

আন্তর্জাতিক এই প্রশিক্ষণ নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান বৃদ্ধি করবে বলে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে।