কৃষিপণ্যের বাজার নিয়ে আলোচনা

কৃষি ও কৃষিভিত্তিক পণ্যের বাজার সৃষ্টির লক্ষ্যে আলোচনা করেছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) ও বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বিএপিএ)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2019, 12:47 PM
Updated : 7 July 2019, 12:47 PM

শনিবার বিসিআই বোর্ড রুমে দুই সংগঠনের নেতাদের মধ্যে এই মতবিনিময় হয়  বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিসিআই।

বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে সহ-সভাপতি প্রীতি চক্রবর্তী, বিএপিএ’র সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিসিআই সভাপতি বলেন, বিসিআই বিশেষ করে নতুন উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা সৃষ্টি করতে সহায়তা করতে চায়। পণ্যের মানের সাথে কোন প্রকার আপোষ না করে সব প্রতিবন্ধকতা দূর করার জন্য একসাথে কাজ করতে হবে।

বিসিআই এবং বিএপিএ একটি যৌথ ওয়ার্কিং কমিটি গঠন করে এই খাতের সমস্যাগুলো দ্রুত দূর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান পারভেজ।

২০২১ সালের মধ্যে এই খাতে ২ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষমাত্রা অর্জন সম্ভব হবে বলেও আশা করেন দুই সংগঠনের নেতারা।