বিআরটিএর লাইসেন্স পেল পিকমি

রাইড শেয়ারিং প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সনদ পেয়েছে পিকমি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2019, 02:18 PM
Updated : 3 July 2019, 02:22 PM

বুধবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

পিকমি লিমিটেডের বিজনেস অপারেশন্স বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক শরিফুল ইসলাম তারেক জানান, পহেলা জুলাই রাইড শেয়ারিং সেবা খাতে লাইসেন্স দেওয়ার প্রথম দিনই এই সনদ অর্জন করে পিকমি।

“পরিবহন খাতকে সুশৃঙ্খল ও  আধুনিকীকরণের জন্য বর্তমান সরকার যে বদ্ধ পরিকর তা এই সিদ্ধান্তের মধ্য দিয়ে তা প্রমাণিত হল।”

সনদ পাওয়ার জন্য সরকার প্রধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায় পিকমি।

সংবাদ সম্মেলনে পিকমির হেড অব অপারেশন্স আসলাম আলী খান, হেড অব আইটি খোরশেদ আলম, অ্যাসিস্ট্যান্ট বিজনেস অপারেশন্স নিজাম উদ্দিন জাবেদ, হেড অব ফিনান্স তারিক হাসান রুবেল, অ্যাসিস্টান্ট ম্যানেজার অপারেশনস শাকিল আহমেদ, মানবসম্পদ এক্সিকিউটিভ আকরামুল হায়দার সাব্বির, এক্সিকিউটিভ বিজনেস ডেভেলপমেন্ট আরশি খন্দকার উপস্থিত ছিলেন।