আইবিটিআরএ’র উদ্যোগে ইন্টার্নশিপ কর্মসূচি

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) উদ্যোগে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ কর্মসূচি শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2019, 05:26 PM
Updated : 2 July 2019, 05:26 PM

দুই মাসব্যাপী এ কর্মসূচীতে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।  

মঙ্গলবার ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি ভবনে এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক নাজমুল হাসান প্রধান অতিথি ছিলেন।

আইবিটিআরএর মহাপরিচালক মাহমুদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রুকন উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান এবং মুহাম্মদ জিল্লুর রহমান আল মাহমুদ উপস্থিত ছিলেন।