বাংলাদেশ-কোরিয়া বিজনেস ফোরাম ১৪ জুলাই

বাংলাদেশ-কোরিয়া  বিজনেস ফোরাম ১৪ জুলাই অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2019, 04:26 PM
Updated : 1 July 2019, 04:26 PM

বাংলাদেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিঅই এবং কোরিয়া ইন্টারন্যাশনাল ট্রেড এসোসিয়েশন (কেআইটিএ) ঢাকায় এ ফোরামের আয়োজন করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিম সোমবার বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হু ক্যাং-ইল এর সাথে কোরিয়া দূতাবাসে এক সভা করেছেন।সভায় চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে কোরীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকালে অনুষ্ঠেয় ‘কোরিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম’ আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

১৪ জুলাই ঢাকায় এ ফোরামের আয়োজন করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লী নাক-ইয়ন ঐ ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

সভায় এফবিসিসিআই সভাপতি এবং রাষ্ট্রদূত দুদেশের মধ্যকার বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা করেন।

দূতাবাসের দ্বিতীয় সচিব এবং এফবিসিসিআই মহাসচিব এ সময় উপস্থিত ছিলেন।