‘কানস লায়নসে’ বাংলাদেশের তিন পুরস্কার

বিজ্ঞাপনজগতের অস্কার হিসেবে পরিচিত কানস লায়নসে এবার তিনটি পুরস্কার জিতেছে বাংলাদেশের একটি বিজ্ঞাপনী সংস্থা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2019, 10:09 AM
Updated : 23 June 2019, 10:09 AM

এবছর কানস লায়নসে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করে ঢাকার বিজ্ঞাপনী সংস্থা গ্রে তিনটি পুরষ্কার জিতে নিয়েছে বলে সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রে অ্যাগ্রো ব্যাংক প্রজেক্টের বিভিন্ন ক্যাটাগরিতে নমুণা জমা দিয়েছিল, যার মধ্যে ৮টি ক্যাটাগরিতে শর্ট লিস্টেড হয়।

বিশ্বব্যাপী বিজ্ঞাপনী সংস্থাগুলোর মধ্যে সেরা সৃজনশীল কাজগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে প্রতি বছর এই পুরষ্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে থাকে একটি কানস লায়নস মেডেল ও সার্টিফিকেট। এবার গ্রে দুটি সিলভার লায়ন ও একটি ব্রোঞ্জ মেডেলে পেয়েছে।

ক্যাটাগরিগুলো হলো, পিআর, ডিরেক্ট, মোবাইল, সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল-পোভার্টি, সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল-ডিসেন্ট ওয়ার্ক ফর ইকোনোমিক্যাল গ্রোথ, সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল-রিডিউসড ইনইকুয়ালিটি, ব্র্যান্ড এক্সপেরিয়েন্স-ইভেন্ট এন্ড অ্যাকটিভেশান, ক্রিয়েটিভ ই-কমার্স।

২০১৪ সালে কানস লায়নসে প্রথমবারের মতো অংশ নেয় গ্রে ঢাকা। ২০১৬ সালে তারা পেয়েছিল একটি গোল্ড মেডেল।

গ্রে জানায়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও চেইন সুপার শপ স্বপ্নের সঙ্গে যৌথভাবে অ্যাগ্রো ব্যাংক প্রজেক্টটি বাস্তবায়ন করা হয়।

“অ্যাগ্রো ব্যাংক  প্রজেক্টটি ধারণা, পরিকল্পনা ও পরিচালনা করেন গ্রে ঢাকার সিনিয়র ক্রিয়েটিভ ডিরেক্টর মোহাম্মদ আকরুম হোসেন শাহিন।”

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গ্রে ঢাকার কান্ট্রি হেড সৈয়দ গাউসুল আলম শাওন।