বাংলাদেশের হাই-টেক পার্কে বিনিয়োগ করবে ভারত

বাংলাদেশের হাই-টেক পার্কগুলোতে নানা খাতে ভারত বিনিয়োগ করবে বলে জানিয়েছেন ঢাকায় দেশটির হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2019, 12:57 PM
Updated : 19 June 2019, 12:57 PM

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি পার্কে হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সভায় উপস্থিত ছিলেন ।

হাই-টেক পার্কের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় রিভা গাঙ্গুলি বাংলাদেশের আইটি খাতের উন্নয়নে ভারতের অংশগ্রহণের চিত্র তুলে ধরেন।

তিনি বলেন, “দুই দেশের বাণিজ্য ঘাটতি হ্রাস পেয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে আইসিটি সেক্টরে ভারতের বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশের ১২টি জেলায় হাই-টেক পার্ক স্থাপন প্রকল্পে ভারত সরকার অর্থায়ন করছে। অদূর ভবিষ্যতে ভারত বাংলাদেশে তাদের সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত করবে বলে আশা করছি।”

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ১২টি জেলায় পার্ক স্থাপন প্রকল্পের আওতায় ৩০ হাজার তরুণ-তরুণীকে আইটি প্রশিক্ষণ দেবে।

প্রকল্পের আওতায় ১২টি জেলায় প্রতি তলা ১৫ হাজার বর্গফুট বিশিষ্ট সাততলা ভবন নির্মাণ করবে হাই টেক পার্ক। এছাড়াও এই প্রকল্পের আওতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত ল্যাব স্থাপন করা হবে।

মতবিনিময় সভায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, আইসিটি বিভাগের বিভিন্ন দপ্তর সংস্থা প্রধান এবং বিভিন্ন প্রকল্পের পরিচালকরা উপস্থিত ছিলেন।