গুণীজন ও মেধাবী ব্যাংকারদের সম্মাননা দেবে মার্কেন্টাইল ব্যাংক

২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজন ও মেধাবী ব্যাংকারদের সম্মাননা দেবে মার্কেন্টাইল ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2019, 01:13 PM
Updated : 16 June 2019, 01:13 PM

স্ব স্ব ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য চার গুণী, এক প্রতিষ্ঠান এবং পাঁচ মেধবী ব্যাংকারকে সম্মাননা দেবে ব্যাংকটি।

সোমবার সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিন্টোল হোটেলে গ্রাহক-সুধী সমাবেশে এ সম্মাননা দেয়া হবে।

রোববার মতিঝিলে দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সম্মাননার জন্য মনোনীত ১০ জনের নাম ঘোষণা করেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান এ কে এম সাহিদ রেজা।

তিনি বলেন, সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। অনুষ্ঠানে‘মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা ২০১৯’ এর জন্য নির্বাচিত চার গুণীজন ও এক প্রতিষ্ঠান এবং ‘এমবিএল ইয়াং ব্যাংকার্স অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড ২০১৯’ এর জন্য নির্বাচিত পাঁচজন তরুণ ও মেধাবী ব্যাংকারকে পুরস্কৃত করা হবে।

মার্কেন্টাইল ব্যাংকের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার এক সংবাদ সম্মেলনে ব্যাংকের উল্লেখযোগ্য অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন চেয়ারম্যান এ কে এম সাহিদ রেজা। ছবি: মাহমুদ জামান অভি

মার্কেন্টাইল ব্যাংক সম্মাননার জন্য মনোনীতরা হলেন-

>> শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে ড. তোফায়েল আহমেদ

>> মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা ক্ষেত্রে ক্যাপ্টেন সাহাবুদ্দিন আহমেদ, বীর উত্তম

>> অর্থনীতি ও অর্থনীতি বিষয়ক গবেষণা ক্ষেত্রে  বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ

>> শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে আবুল কাশেম (আবুল খায়ের গ্রুপ)

>> ক্রীড়া ক্ষেত্রে মোশাররাফ হোসেন খান (সাঁতার)।

তাঁদের প্রত্যেককে ২ ভরি ওজনের স্বর্ণপদক, ৩ লাখ টাকা এবং ক্রেস্ট দেয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এমবিএল ইয়াং ব্যাংকার্স অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিতরা হলেন-

>> উজ্জল কুমার সিংহ, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, আইএফআইসি ব্যাংক

>> সিরাজুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, এবি ব্যাংক

>> এ কে এম হোসেনুজ্জামান, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, মার্কেন্টাইল ব্যাংক

>> তাওহীদ খান মজলিস, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

>> মোহাম্মদ আরাফাত হোসেন, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ব্যাংক এশিয়া

এই পাঁচ জনকে ২ লাখ টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট দেয়া হবে। 

প্রতিযোগিতার পাঁচটি ধাপ পেরিয়ে এই মেধাবী তরুন ব্যাংকারদের নির্বাচিত করা হয়েছে বলে    ব্যাংকের চেয়ারম্যান সাহিদ রেজা  জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলম, নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন), ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. আমানউল্লাহ, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের  চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, পরিচালক মোরশেদ আলম এমপি, আনোয়ারুল হক ও আলহাজ্ব মোশাররফ হোসেন এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।