ইউসিবির ডিএমডি হাবিবুর রহমান

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিয়েছেন হাবিবুর রহমান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2019, 01:34 PM
Updated : 26 May 2019, 01:34 PM

ইউসিবিতে যোগ দেয়ার আগে তিনি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের কর্পোরেট ব্যাংকিং বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বরত ছিলেন।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দীর্ঘ ২৪ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হাবিবুর রহমান ব্যাংক ইন্দোসুয়েজ,এ এন জেড গ্রীন্ডলেজ,স্ট্যান্ডার্ড চার্টার্ড,এইচএসবিসি,সিটি এবং ইবিএলসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে কাজ করেছেন।

হাবিবুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং বেলজিয়ামের ব্রাসেলস থেকে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রী অর্জন করেছেন।

তিনি যুক্তরাষ্ট্র,কানাডা,চীন,ভারত,ইটালী,মালয়েশিয়া এবং শ্রীলংকা প্রভৃতি দেশে রিলেশনশিপ ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল ট্রেড ইত্যাদি বিষয়ে নানা সেমিনার,কর্মশালা,কনফারেন্স এবং প্রশিক্ষন কর্মসূচীতে অংশগ্রহন করেছেন।