রপ্তানি হচ্ছে মীর সিমেন্ট

দেশের চাহিদা মিটিয়ে মীর সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2019, 11:31 AM
Updated : 25 May 2019, 11:32 AM

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন ধরনের সিমেন্ট বাজারজাত করছে প্রতিষ্ঠানটি- মীর ওপিসি সিমেন্ট, মীর পিসিসি সিমেন্ট এবং মীর অ্যাডভান্সড সিমেন্ট।

বাংলাদেশের অন্যতম প্রধান সিমেন্ট নির্মাতা প্রতিষ্ঠান মীর সিমেন্ট ২০০৩ সালে বাণিজ্যিকভাবে সিমেন্ট উৎপাদন শুরু করে। বর্তমানে প্রতিষ্ঠানটি নারায়ণগঞ্জের মুরাপাড়ায় সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত প্রতিদিন ২৪০০ টন উৎপাদনক্ষম প্ল্যান্ট স্থাপন করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মীর সিমেন্ট উৎপাদনের জন্য সর্বোচ্চ গুণগতমানের কাঁচামাল ব্যবহারের পাশাপাশি কঠোরভাবে মান নিয়ন্ত্রণ করা হয়। প্রতিটি ব্যাচের সিমেন্ট আলাদাভাবে নিজস্ব ল্যাব এবং বুয়েটে মান যাচাই করা হয়।

মান নিয়ন্ত্রণের পর শুধুমাত্র মানসম্পন্ন সিমেন্টই বাজারজাতকরণ করা হয়। মীর সিমেন্ট নিয়মিত বিশেষজ্ঞদের গবেষণা থেকে প্রাপ্ত সেরা প্রস্তুতপ্রণালীর মাধ্যমে সিমেন্ট উৎপাদন করে থাকে। প্রতিটি ব্যাগেই সিমেন্টের সর্বোচ্চ মান ও গুণাগুণ নিশ্চিত করতে মীর সিমেন্ট দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

আন্তর্জাতিক বাজারে মীর সিমেন্টের চাহিদা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।