কবি নজরুলের ফ্যাশন ভাবনা ঘিরে কে-ক্রাফটের পোশাক

কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানাতে কবির ফ্যাশন ভাবনাকে ঘিরে নানা পোশাক এনেছে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড কে-ক্রাফট।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2019, 08:00 PM
Updated : 23 May 2019, 08:00 PM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লম্বা হাতের কুচি দেওয়া ব্লাউজ অথবা লেইস দ্বারা ঘটি ব্লাউজ, চিকন পাড়ের তাতেঁর শাড়ি অথবা মোটা পাড়ের রঙিন জমিন কবি কাজী নজরুল ইসলামের ফ্যাশনের অংশ।

তাঁতে বোনা সিল্ক, মসলিন এমন অভিজাত বা আটপৌরে সব ফ্যাশনই ছিল তার চিন্তা ধারায়।

“কে-ক্র্যাফট কবির জন্মজয়ন্তীতে তাই তার ফ্যাশন চিন্তাকে ঘিরে তৈরি করেছে শাড়ি ও পাঞ্জাবি।”

২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী।