ইউসিবির এএমডি ফরিদুল ইসলাম

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দিয়েছেন সৈয়দ ফরিদুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2019, 10:03 AM
Updated : 22 May 2019, 10:03 AM

সম্প্রতি তিনি এই পদে যোগ দিয়েছেন বলে ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইউসিবিতে যোগ দেওয়ার আগে তিনি প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার হিসাবে ক্রেডিট, ইনফরমেশন সিকিউরিটি, ক্রেডিট এ্যাডমিনিস্ট্রেশন এবং রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে দায়িত্ব পালন করেন।

ফরিদুল ইসলাম প্রাইম ব্যাংকের এসএমই ব্যাংকিং ও কনস্যুমার ব্যাংকিং এর ব্যবসায়িক মডেল পূনর্গঠন এবং সেন্ট্রাল অপারেশনসের অধীনে ট্রেড সার্ভিস ও ক্যাশ ম্যানেজমেন্টসহ শাখা নেটওয়ার্ক প্রনয়নে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন।

এছাড়া তিনি প্রাইম ব্যাংকের রিটেল ও এসএমই কালেকশন এবং স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট মডেল গঠন করেন।

তিনি ব্র্যাক ব্যাংকে এসএমই বিভাগের প্রধান হিসাবেও দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে দায়িত্বরত অবস্থায় সফলতার সাথে এসএমই সেবার চালু করেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের মাঝারি ব্যবসা শাখার প্রধানও ছিলেন ফরিদুল ইসলাম।

দীর্ঘ ৩৫ বছরের ব্যাংকিং জীবনে তিনি শাখা ব্যবস্থাপনা, বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং ও আইটি ইন্টিগ্রেশনের সাথে সম্পৃক্ত ছিলেন। ১৯৮৪ সালে গ্রীনলেজ ব্যাংকে তার কর্মজীবনের সূচনা করেন।