আবাসন খাতের দাবিগুলো সমন্বয় করার পরামর্শ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

আবাসন খাতের সমস্যাগুলো সমাধানে বিচ্ছিন্নভাবে দাবি না তুলে সমন্বিত পরিকল্পনা সাজানোর পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2019, 02:58 PM
Updated : 20 May 2019, 02:58 PM

সোমবার রাজধানীর সেনা মালঞ্চ মিলনায়তনে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন তিনি।

আবাসন ব্যবসায়ীদের পক্ষ থেকে অনুষ্ঠানে কর মওকুফ ও রেজিস্ট্রেশন ফি কমিয়ে আনতে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়।

পরে প্রতিমন্ত্রী বলেন, “কেবল বাজেটের আগে এটা সেটা কমানোর দাবি না তুলে একটি সুন্দর আবাসন শিল্প গড়ে তুলতে চূড়ান্ত পরিকল্পনা প্রয়োজন। সে অনুযায়ী সরকারি সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনার আয়োজন করুন। সংসদে এই খাতের পক্ষে কথা বলার জন্য কয়েকজন এমপিকে ঠিক করে তাদের কাছে সমস্যাগুলো বুঝিয়ে বলুন।”

রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আরেফিন বলেন, খাদ্য, বস্ত্র, শিক্ষাসহ বিভিন্ন মৌলিক চাহিদার ক্ষেত্রগুলোতে সরকার ভর্তুকি দেয়। কিন্তু আবাসন খাতে তেমন কোনো ব্যবস্থা নেই।

সংগঠনের সহ সভাপতি সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনসহ জ্যেষ্ঠ নেতারা ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।