সিক্রেট রেসিপি-ইষ্টোরের ‘ইট ফ্রি’ ক্যাম্পেইন

সিক্রেট রেসিপি এবং স্যামসাং অনুমোদিত অনলাইন শপ ইষ্টোর এফডিএল ডটকম বিডি ‘ইট ফ্রি’ নামক একটি ক্যাম্পেইন ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2019, 03:20 PM
Updated : 20 May 2019, 10:05 AM

এই ক্যাম্পেইনের আওতায় যে কেউ সিক্রেট রেসিপিতে দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত খাবার খেয়ে স্যামসাং ইষ্টোর থেকে নির্দিষ্ট স্যামসাং হোম অ্যাপ্লায়েন্স পণ্য ক্রয়ে ডিসকাউন্ট নিয়ে সিক্রেট রেসিপির খাবার ফ্রি উপভোগ করতে পারবেন।

ক্যাম্পেইন ৩০ জুন পর্যন্ত চলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শনিবার ‘ইট ফ্রি’ ক্যাম্পেইন ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা আরমান পারভেজ মুরাদ, ফেয়ার গ্রুপের হেড অব মার্কেটিং জে এম তসলিম কবীর, পেপারনি লিমিটেডের হেড অব বিজনেস ও সিক্রেট রেসিপির ফ্রাঞ্জাইজি হেড কে এস এম মহিত উল বারি, ফেয়ার ইলেকট্রনিক্সের প্রডাক্ট ম্যানেজার মুশফিকুর রহমান এবং স্যামসাং ইষ্টোরের বিজনেস ম্যানেজার আসিফ শাহনেওয়াজ।

ক্যাম্পেইনের বিস্তারিত জানিয়ে ফেয়ার গ্রুপের হেড অব মার্কেটিং তসলিম কবীর বলেন, সিক্রেট রেসিপি সব সময়ই ফুড লাভারদের বিশেষ কিছু দেয়ার চেষ্টা করে। এরই অংশ হিসেবে এই” ক্যাম্পেইন। যেকোন গ্রাহক সিক্রেট রেসিপিতে দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত খাবার খেয়ে সেই খাবারের বিল নম্বর ব্যাবহার করে স্যামসাং ইষ্টোর থেকে নির্দিষ্ট স্যামসাং হোম অ্যাপ্লায়েন্স পণ্য কিনে মূল বিলের সমপরিমাণ টাকা ডিসকাউন্ট নিয়ে সিক্রেট রেসিপির খাবার ফ্রি করে নিতে পারবেন।

সিক্রেট রেসিপির ফ্রাঞ্জাইজি হেড মহিত উল বারি বলেন, সিক্রেট রেসিপি সব ধরনের খাবারের গুণগতমান নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমরা গ্রাহকদের সর্বোচ্চ সেবা ও সুস্বাদু খাবারের সাথে বিভিন্ন সময়োপযোগী ক্যাম্পেইনের মাধ্যমে তাদের সন্তুষ্টি অর্জনের সর্বোত্তম চেষ্টা করি যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ক্যাম্পেইনে অংশ নেয়ার ধাপগুলো হল-

>> গ্রাহক সিক্রেট রেসিপিতে ২ হাজার থেকে ৫ হাজার টাকার খাবার খেয়ে এর বিলটি সংরক্ষণ করবেন।

>> এরপর স্যামসাং ইষ্টোর- এ লগ ইন করে স্যামসাং টিভি, ফ্রিজ, এসি বা ওয়াশিং মেশিন সিলেক্ট করতে হবে।

>> পণ্যের মডেল, রং ও সংখ্যা নির্দিষ্ট করতে হবে।

>> এরপর বাই নাউ -এ ক্লিক করে চেকআউট অংশে গিয়ে ডিসকাউন্ট কোড অংশে সিক্রেট রেসিপির বিলের নম্বর লিখতে হবে।

>>তারপর  পেমেন্ট অপশনে গিয়ে অনলাইন বা ক্যাশ অন ডেলিভারি ক্লিক করে ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

>> সিক্রেট রেসিপির মূল বিলের অর্থ (ভ্যাট ও সার্ভিস চার্জ বাদে) গ্রাহক ডিসকাউন্ট হিসেবে পাবেন।