ঈদে নতুন নোট ২২ মে থেকে

ঈদে নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2019, 12:19 PM
Updated : 13 Jan 2022, 01:54 PM

২২ মে থেকে ৩০ মে পর্যন্ত সময়ের মধ্যে নতুন নোট ছাড়া হবে। বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে জনসাধারণ ও গ্রাহকদের মাঝে এই নতুন নোট বিনিময় করা হবে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ২২ মে হতে ৩০ মে পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারী ছুটির দিন ব্যতিত) বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় করা হবে।

এছাড়া ৩০টি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৩০টি শাখা থেকে রাজধানী ঢাকা এবং সাভার, গাজীপুরসহ আশপাশ এলাকায় ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে।

“একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে যে কোন পরিমাণ ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।”

চাহিদা মেটাতে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে সারা বছরই কাগুজে নোট সরবরাহ করে কেন্দ্রীয় ব্যাংক। তবে দুই ঈদে সাধারণ মানুষের মাঝেও নতুন টাকার নোট বিতরণ করা হয়।

৩০ বাণিজ্যিক ব্যাংকের যে সব শাখা থেকে নতুন নোট বিনিময় করা হবে