রাজধানীতে পচা-বাসি খাবার বিক্রিতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল ও পচা-বাসি খাবাব প্রস্তুত এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ঢাকার পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2019, 05:10 PM
Updated : 15 May 2019, 05:10 PM

বুধবার সকাল সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

ঢাকা মহানগর এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ  ও পুলিশের ক্রাইম বিভাগের সমন্বয়ে রাজধানীর ফকিরাপুল, আরামবাগ ও শান্তিনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে  বলেন, “পচা-বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে ফকিরাপুলের এশিয়া গার্ডেন রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা, একই এলাকার নিউ আল ইমাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ৩০ হাজার টাকা এবং দি গাউছিয়া হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।”

একই অপরাধে আরামবাগের ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্তোরাঁকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

এছাড়া মেয়াদোত্তীর্ণ মালামাল রাখা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় শান্তিনগরের মের্সাস আব্দুল কুদ্দুস ভূঞা নামে একটি মুদি দোকানকে  ২০ হাজার টাকা জরিমানা করা হয় এই অভিযানে।