কারিগরি শিক্ষা বোর্ডের ভর্তি ফি বিকাশে

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ২০১৯-২০২০ শিক্ষা বর্ষে ভর্তির আবেদনপত্রের ফি বিকাশে পরিশোধ করা যাবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2019, 12:10 PM
Updated : 15 May 2019, 12:10 PM

এ লক্ষ্যে সম্প্রতি মোবাইল ফিনান্সিয়াল সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের সাথে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একটি চুক্তি হয়েছে।

বিকাশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মাহবুবুর রহমান এবং বিকাশের চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।  ফলে ১৫০০ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিকাশের মাধ্যমে আবদেন পত্রের ফি পরিশোধ করতে পারবেন।

এবার ছয় লাখ শিক্ষার্থী কারিগরি শিক্ষা বোর্ডের অধিভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তির চেষ্টা করবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ জুন পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন পত্রের ফি বিকাশে পরিশোধ করতে পারবেন। বিকাশ অ্যাপের পে বিল মেন্যু থেকে কারিগরি শিক্ষা বোর্ড নির্বাচন করে খুব সহজেই আবেদন পত্রের ফি পরিশোধ করা যাবে।