আন্তর্জাতিক পুরস্কার পেল দারাজ বাংলাদেশ

অনলাইনে কেনাকাটার বাজার দারাজ বাংলাদেশ আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2019, 01:10 PM
Updated : 5 May 2019, 01:10 PM

‘এশিয়া ওয়ান ফাস্টেস্ট গ্রোয়িং ব্র্যান্ড অ্যান্ড লিডার’ নামের এই পুরস্কার এশিয়ান বিজনেস এবং সোশ্যাল ফোরামের ১১তম আসরে পেয়েছে দারাজ বাংলাদেশ।

বুধবার দুবাইয়ের জে ডব্লিউ ম্যারিয়ট মার্কুইস হোটেলে অনুষ্ঠানটি হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে ই-কমার্স বিভাগের অধীনে বাংলাদেশে ফাস্টেস্ট গ্রোয়িং ব্র্যান্ড হিসেবে দারাজ বাংলাদেশ ও ফাস্টেস্ট গ্রোয়িং লিডার হিসেবে দারাজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাহিদল হক পুরস্কার গ্রহন করেন।

পুরস্কারটি এশিয়া ওয়ান কর্তৃক প্রণীত বিশেষ সম্মাননা;যা বিভিন্ন দেশের প্রতিভাবান উদ্যোক্তাদের যুগান্তকারী ব্যবসায়িক উদ্ভাবনকে স্বীকৃতি দেয়।

 সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,দারাজের উল্লেখযোগ্য উদ্ভাবনের মধ্যে রয়েছে দারাজ হাব, এক্সপেরিয়েন্স সেন্টার এবং নন্দিনী।

ফাস্টেস্ট গ্রোয়িং লিডার হিসেবে দক্ষ ভাবে কোম্পানি পরিচালনা ও যথোচিত কর্পোরেট গভর্নেন্সেরের মাধ্যমে গঠনমূলক ক্রিয়াকলাপ এবং মানবতার মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্যে পুরস্কার পায় দারাজ।

গত তিন বছর ধরে ই-কমার্স ইন্ডাস্ট্রিতে এক নম্বর অবস্থান বজায় রেখেছে অনলাইন শপ দারাজ বাংলাদেশ। গত বছরের ৮ মে দারাজ অন্তর্ভূক্ত হয় গোটা বিশ্বজুড়ে পরিচালিত চীনা ই-কমার্স কোম্পানি আলিবাবার ইকোসিস্টেমে,যা কোম্পানিটির সবচেয়ে বড় অর্জন।