বাণিজ্য ঘাটতির মত চলতি হিসাবের ঘাটতিও কমে এসেছে দশ মাসে। তবে ওভারঅল ব্যালেন্স ও ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে ঘাটতি বড় হতে শুরু করেছে।
বৃহস্পতিবার স্থানান্তরিত শাখাটির উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুল হক সাক্কু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদ্মা ব্যাংকের ভাইস চেয়ারম্যান হাসান তাহের ইমাম।