নতুন ঠিকানায় পদ্মা ব্যাংকের কুমিল্লা শাখা

কুমিল্লায় গ্রাহকদের লেনদেন আরও সহজ করতে পদ্মা ব্যাংকের শাখা শহরের প্রফেসর পাড়া থেকে চক বাজার বাস স্ট্যান্ডের শামছুন্নাহার টাওয়ারে স্থানান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2019, 05:31 PM
Updated : 2 May 2019, 05:31 PM

বৃহস্পতিবার স্থানান্তরিত শাখাটির উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুল হক সাক্কু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদ্মা ব্যাংকের ভাইস  চেয়ারম্যান হাসান তাহের ইমাম।