দেশের যে কোনো ওয়ালটন প্লাজা এবং পরিবেশক শোরুম থেকে টিভি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলে ফিরতি মেসেজে ক্রেতারা নির্দিষ্ট মডেলের টিভিতে নির্দিষ্ট পরিমাণ ক্যাশব্যাক পেতে পারেন।
মঙ্গলবার রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে এক অনুষ্ঠানে এই ছাড় ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, ৩০ মে ইংল্যান্ড এবং ওয়েলসে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ ২০১৯। বিশ্বকাপের আগে শুরু হচ্ছে রমজান মাস। বিশ্বকাপের মধ্যেই ঈদ উৎসব।
রোজা, ঈদ এবং বিশ্বকাপ উপলক্ষ্যে ক্রেতাদের বিশেষ কিছু দিতেই এ অফার ঘোষণা করেছে ওয়ালটন। ১ মে থেকে শুরু হওয়া এ সুযোগ থাকবে বিশ্বকাপ পর্যন্ত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার, ইভা রিজওয়ানা, এসএম জাহিদ হাসান, মোহাম্মদ রায়হান, আরিফুল আম্বিয়া এবং টেলিভিশন বিভাগের সিইও প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সাধ্যের মধ্যে শ্রেষ্ঠ টিভি’ শীর্ষক এ অফারের আওতায় ওয়ালটনের ২৪ ইঞ্চি এলইডি টিভি ক্রেতারা ৮ হাজার ৯৯০ টাকায় পেতে পারেন। যার বর্তমান দাম ১২ হাজার ৯৯০ টাকা। আর ১৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৩২ ইঞ্চি টিভি মাত্র ১২ হাজার ৯৯০ টাকায় পাওয়ার সুযোগ থাকছে।
৩২ ইঞ্চির স্মার্ট টিভি ১৮ হাজার ৯৯০ টাকায় পেতে পারেন ক্রেতারা। যার বর্তমান দাম ২২ হাজার ৯০০ টাকা।
এছাড়া ৩৯ ইঞ্চি স্মার্ট টিভি ৩৩ হাজার ৯০০ টাকার পরিবর্তে ১৯ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাবে। ৩৬ হাজার ৯০০ টাকার ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি পাওয়া যাবে ২২ হাজার ৯৯০ টাকায়।