এই রুটগুলো হল ঢাকা-ব্যাংকক-ঢাকা, ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ও ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা।
সেবা সপ্তাহে যাত্রীদের জন্য নেওয়া নানা কর্মসূচির আওতায় এই মূল্যছাড় দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক শাকিল মেরাজ।
‘বিমানের অতিথি হোন উন্নত সেবা নিন’ বৃহস্পতিবার সেবা সপ্তাহ পালন শুরু করে জাতীয় পতাকাবাহী সংস্থাটি।
সকালে বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দীন আহমেদ কেক কেটে সেবা সপ্তাহ উদ্বোধন করেন।
জিয়াউদ্দীন বলেন, “বিমানের যাত্রী প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। যাত্রীদের উন্নত সেবা প্রদানের মাধ্যমে তাদের আস্থা অর্জনে বিমানকর্মীদের অধিকতর যত্নবান হওয়ার জন্য আহ্বান করছি। একই সাথে বিমানের উন্নত সেবা প্রদান নিশ্চিতকরণে বিমানের সকল স্টেকহোল্ডারগণের সহায়তা কামনা করছি।”
শাকিল মেরাজ বলেন, “সেবা সপ্তাহে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমানসহ সকল বৈদেশিক এয়ারলাইন্সের যাত্রীদের ব্যাগেজ ডেলিভারি ২০-৬০ মিনিটের মধ্যে সম্পন্ন করা হবে। বিমানের ফ্লাইটসমূহের খাদ্য পরিবেশনা ও অ্যাপ্যায়নে বৈচিত্র্য থাকবে।”
তিনি বলেন, বিমানের সব সেলস কাউন্টারে আসা যাত্রীদের উন্নত সেবা দেওয়া হবে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় ‘লস্ট এন্ড ফাউন্ড’ শাখায় যাত্রীদের প্রয়োজন মাফিক ‘বিশেষ সেবা’ দেওয়া হবে।
বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারসহ নিজস্ব ৮টি এবং ইজারায় আনা ৫টি উড়োজাহাজ নিয়ে কাজ চালাচ্ছে বিমান। আগামী সেপ্টেম্বরে আরও চারটি উড়োজাহাজ বহরে যুক্ত হচ্ছে।
আগামী ১৩ মে দিল্লি রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান। চলতি বছরে চীনের গুয়াংঝু এবং সৌদি আরবের মদিনায় সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে বলেও জানান শাকিল মেরাজ।