মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত বিভিন্ন স্থলবন্দর হয়ে এক হাজার ২৮৮ টন পেঁয়াজ দেশে এসেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলক্ষ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এবং এক্সিয়াটা ডিজ়িটাল বাংলাদেশ সম্প্রতি একটি চুক্তি করেছে।
বিডিটিকেটস ডটকম এক্সিয়াটা ডিজ়িটালের একটি প্রতিষ্ঠান।
চুক্তি সই অনুষ্ঠানে ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, এসভিপি ও হেড অব ইউপে নুরুল হক মানিক, এক্সিয়াটা ডিজ়িটাল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শিহাব আহমেদ, রবি এক্সিয়াটার জেনারেল ম্যানেজার ডিজিটাল ভেনচারস ফয়সাল আহমেদ উপস্থিত ছিলেন।