ইউপে দিয়ে কেনা যাবে বাস লঞ্চ বিমানের টিকেট

টিকেট বিক্রয়কারী প্রতিষ্ঠান বিডিটিকেট ডটকম থেকে বাস, লঞ্চ ও বিমানের টিকেট এখন থেকে কেনা যাবে ইউপে’র মাধ্যমে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2019, 01:40 PM
Updated : 2 May 2019, 01:40 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলক্ষ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এবং এক্সিয়াটা ডিজ়িটাল বাংলাদেশ সম্প্রতি একটি চুক্তি করেছে।

বিডিটিকেটস ডটকম এক্সিয়াটা ডিজ়িটালের একটি প্রতিষ্ঠান।

চুক্তি সই অনুষ্ঠানে ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, এসভিপি ও হেড অব ইউপে নুরুল হক মানিক, এক্সিয়াটা ডিজ়িটাল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শিহাব আহমেদ, রবি এক্সিয়াটার জেনারেল ম্যানেজার ডিজিটাল ভেনচারস ফয়সাল আহমেদ উপস্থিত ছিলেন।