বৃহস্পতিবার দুপুরে বনানীর ই ব্লকের ১০ নম্বর রোডে বাংলাদেশের কফি পিপল লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যোগে বিক্রয়কেন্দ্রটির উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে সিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফেনোস বলেন, “এখন মানুষ তাদের বাসস্থান মানসম্মত পণ্য দিয়ে সাজাতে চায়, রান্নাঘরও এর বাইরে নয়।মানুষের রুচিশীলতাকে গুরুত্ব দিয়ে আমরা কিচেন এবং ওয়্যারড্রব সামগ্রীগুলো জার্মানী এবং ইউরোপ থেকে তৈরি করে সরবরাহ করছি।”
রোবটিক ও অটোমেটিক সিস্টেমের মাধ্যমে সিয়া কিচেন রান্নাঘর ও আসবাব তৈরি করে থাকে বলে জানান তিনি।
সিয়া কিচেন ৩০০টি এক্সক্লুসিভ কিচেন ডিজাইন এনেছে বলে জানান শোরুমটির আরেক পরিচালক কামরুজ্জামান।
শোরুমটির হেড অব ডিজাইন ওয়াহিদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিভিন্ন আকৃতি ও মানের ভিন্নতার ভিত্তিতে শোরুমটিতে এ্যাপার্টমেন্টের জন্য কিচেন সেট-আপ মিলবে ৬ থেকে ৭ লাখ টাকায়।
এছাড়াও ৮ থেকে ১৫ লাখ টাকায়ও অভিজাত কিচেন সেট-আপ করা যাবে।
মানভেদে ওয়্যারড্রব ও সোফা সেট মিলবে ৩ থেকে ৭ লাখ টাকায়।