যুক্তরাষ্ট্রে আরেকটি ওষুধ রপ্তানির অনুমোদন পেল বেক্সিমকো ফার্মা

যুক্তরাষ্ট্রের বাজারে এবার সিপ্রোহেপটাডিন রপ্তানির অনুমোদন পেয়েছে বেক্সিমকো ফার্মা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2019, 03:24 PM
Updated : 24 April 2019, 03:24 PM

বুধবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের নেতৃস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিটিউক্যালস লিমিটেড এলার্জিনাশক ওষুধ সিপ্রোহেপটাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট বাজারজাতের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) অনুমোদন লাভ করেছে।  

সিপ্রোহেপটাডিন মার্ক অ্যান্ড কোম্পানি, ইনক’ এর পেরিএকটিন ট্যাবলেট (৪ এমজি)’র সমতুল্য, যা বিভিন্ন এলার্জি জাতীয় উপসর্গ যেমন চোখ দিয়ে পানি পড়া, চোখ ও নাক জ্বালা করা, অনবরত হাঁচি দেওয়া  ইত্যাদি অস্বস্তি থেকে মুক্তি দেয়।

বেক্সিমকো ফার্মাসিটিউক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বলেন, “মার্কিন বাজারের জন্য সিপ্রোহেপটাডিন বেক্সিমকোর সপ্তম ওষুধ এবং সম্প্রতি স্যানডোজ থেকে অধিগ্রহনকৃত  আরো আটটি ওষুধ নিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের মোট অনুমোদিত ওষুধের সংখ্যা ১৫টি ।”

“এই অনুমোদন  বিশ্বের সবচেয়ে বড় ওষুধের বাজারে আমাদের উপস্থিতিকে আরও শক্তিশালি করবে।” 

২০১৫ সালের জুনে বেক্সিমকো ফার্মার ওরাল সলিড ডোসেজ ফ্যাসিলিটি যুক্তরাষ্ট্রের এফডিএ অনুমোদন পায়।

পরের বছর আগস্টে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের বাজারে প্রথম বাংলাদেশি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসাবে ওষুধ  রপ্তানি শুরু করে।

বিশ্বের ৫০টিরও বেশি দেশে বর্তমানে বেক্সিমকো ফার্মা ওষুধ রপ্তানি করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।