বিজিএমইএ সভাপতির দায়িত্ব বুঝে নিলেন রুবানা হক

পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন রুবানা হক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2019, 08:45 AM
Updated : 21 April 2019, 04:24 PM

শনিবার সংগঠনের ৩৬তম বার্ষিক সাধারণ সভায়  বিদায়ী সভাপতি মো. সিদ্দিকুর রহমানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।

উত্তরায় নবনির্মিত বিজিএমইএ কমপ্লেক্সে এই সভার প্রথম অংশে সিদ্দিকুর রহমান এবং শেষাংশে রুবানা হক সভাপতিত্ব করেন।

বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ২০১৭-২০১৮ সালের নিরীক্ষিত হিসাব বিবরণী পাস এবং ২০১৮-২০১৯ সালের বাজেট অনুমোদন হয়। পাশাপাশি নব-নির্বাচিত পরিচালনা বোর্ডও দায়িত্ব বুঝে নেয়।

নব-নির্বাচিত অফিস বেয়ারার হলেন- সভাপতি রুবানা হক, ১ম সহ-সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, সিনিয়র সহ-সভাপতি ফয়সাল সামাদ, সহ-সভাপতি এস.এম. মান্নান (কচি), সহ-সভাপতি (অর্থ) এম.এ রহিম (ফিরোজ), সহ-সভাপতি আরশাদ জামাল (দিপু), সহ-সভাপতি মো. মশিউল আজম (সজল), সহ-সভাপতি এ.এম চৌধুরী  (সেলিম) ।

আগের খবর