রোজায় বিএসটিআই ল্যাব খোলা থাকবে শনিবারও

আসন্ন রোজায় বাজারে মানহীন পণ্য যাচাইয়ের সুবিধায় সাপ্তাহিক ছুটির দিন শনিবারও খোলা থাকবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরীক্ষাগার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2019, 04:18 PM
Updated : 17 April 2019, 04:18 PM

বুধবার বিএসটিআই’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্থাটির সার্টিফিকেশন মার্কস (সিএম) বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় ল্যাবরেটরিগুলো খোলা রাখার সিদ্ধান্তের কথা জানান মহাপরিচালক মুয়াজ্জেম হোসাইন।

ইতোমধ্যে রোজার মাসে বাজারে মানহীন পণ্য চিহ্নিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে এই মান নিয়ন্ত্রণকারী সংস্থাটি। আর এজন্য বেশি প্রচলিত পণ্যগুলোর নমুনা সংগ্রহ শুরু করেছে তারা।

পণ্যের মান নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও কঠোর হওয়ার আহ্বান জানান বিএসটিআই’র মহাপরিচালক মুয়াজ্জেম হোসাইন।  

মহাপরিচালক বলেন,  “রোজার মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য হিসেবে বেশি ব্যবহৃত হয় এমন কিছু পণ্যের দুই শতাধিক নমুনা বাজার থেকে সংগ্রহ করে বিএসটিআই ল্যাবরেটরিতে পরীক্ষণের জন্য জমা দেওয়া হয়েছে।”

আরও নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে, বলেন তিনি।

সভায় সিএম বিভাগের পরিচালক এস এম ইসহাক আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন, বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।