সাত দেশে যাচ্ছে সান বেসিকের পণ্য

প্রাণ গ্রুপের টয়লেট্রিজ সামগ্রীর ব্রান্ড সান বেসিক কেমিক্যালসের (এসবিসিএল) সুইফট, গ্লিটার, লিভানা ও রে ব্র্যান্ডের টয়লেট্রিজ সামগ্রী ভারত, নেপাল ও ভুটানের পর আরও চার দেশে রপ্তানি হচ্ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2019, 12:18 PM
Updated : 16 April 2019, 12:18 PM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাণ জানায়, চলতি মাসে ওশেনিয়া অঞ্চলের ফিজি, ভানুয়াতু ও সলোমন দ্বীপপুঞ্জে এসব পণ্যের চালান যাচ্ছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে মালদ্বীপে পণ্য পাঠানো শুরু করে এসবিসিএল।

বাংলাদেশে উৎপাদিত সুইফট টয়লেট ক্লিনার, গ্লিটার ডিশ ওয়াশ, গ্লাস ক্লিনার, রে ডিটারজেন্ট পাউডার, লিভানা কোকোনাট হেয়ার ওয়েল, বিউটি বার, যম মশার কয়েলসহ সান বেসিকের পণ্যগুলো এরই মধ্যে দেশের বাজারে সাড়া ফেলেছে।

এসবিসিএল জেনারেল ম্যানেজার রুহুল এফ তালুকদার সুমন বলেন, “ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য এবং নেপাল, ভুটান ও মালদ্বীপে সান বেসিক পণ্য ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এরমধ্যে ভারতে পণ্যের চাহিদা গত বছরের তুলনায় ৩০ শতাংশ বেড়েছে। এখন ওশেনিয়ার দেশগুলোতেও বৈশ্বিক বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের ট্রয়লেট্রিজ পণ্যের পাশাপাশি সান বেসিকের পণ্য স্থান পেয়েছে।”

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “মানসম্মত পণ্য উৎপাদন করতে পারলে বৈশ্বিক বাজারে বাংলাদেশের উৎপাদিত ট্রয়লেট্রিজ পণ্যও খুব ভাল করবে। এরই মধ্যে প্রাণের টয়লেট্রিজ পণ্য সাতটি দেশে রপ্তানি হচ্ছে।”