ইউক্যাশে পরিশোধ করা যাবে ই-চালান ও ফি

ইউক্যাশের মাধ্যমে ই-চালান ও বিভিন্ন প্রতিষ্ঠানের ফি বা চার্জ দেওয়া যাবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2019, 07:54 AM
Updated : 16 April 2019, 07:54 AM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং সোনালী ব্যাংক লিমিটেডের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে।

সোনালী ব্যাংকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার সুভাষ চন্দ্র দাস ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ইউক্যাশ এটিএম তাহমিদুজ্জামান চুক্তি স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক  আরিফ কাদরি, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস, সোনালী ব্যাংকের গভর্নমেন্ট অ্যাকাউন্টস অ্যান্ড সার্ভিসেস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার এ টি এম একরামুল হক প্রমুখ।