সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আইডিএলসির নববর্ষ উদযাপন

সুবিধাবঞ্চিত শিশুদের বাংলা নববর্ষ পালন করলো অর্থলগ্নীকারী প্রথিষ্ঠান আইডিএলসি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2019, 10:02 AM
Updated : 13 April 2019, 10:02 AM

শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের সাথে ৪টি স্বেচ্ছাসেবী সংগঠন- জাগো ফাউন্ডেশন, অভিযাত্রিক ফাউন্ডেশন, স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশন ও তরীর সঙ্গে যৌথভাবে এই আয়োজন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আনন্দমেলা সারাবেলা’ শীর্ষক ওই অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজন ও শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন রকম খেলাধুলা ও অন্যান্য নানা আয়োজনের পাশাপাশি চারটি স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য তহবিল সংগ্রহ করা হয়।

অনুষ্ঠানে অভিনেত্রী শম্পা রেজা, কনসেপ্ট ডিজাইনার ও ইলাস্ট্রেটর সব্যসাচী মিস্ত্রী, কার্টুনিস্ট মোরশেদ মিশু ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক এম এম ময়েজুদ্দিন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারক ছিলেন।

অনুষ্ঠানে আইডিএলসির ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান বলেন, “একটি প্রগতিশীল ও সামাজিকভাবে দায়বদ্ধ প্রতিষ্ঠান হিসেবে, শিশুদের একটি উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করার জন্য সমাজের মধ্যে সচেতনতা গড়ে তোলা আমাদের কর্তব্য।”