স্যাভলনের ট্রাশট্যাগ চ্যালেঞ্জ

পরিচ্ছিন্নতা অভিযানকে দেশব্যাপী ছড়িয়ে দিতে ফেইসবুকে ‘ট্রাশট্যাগ চ্যালেঞ্জ’ নামের একটি প্রচারাভিযান শুরু করেছে স্যাভলন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 April 2019, 01:41 PM
Updated : 7 April 2019, 01:41 PM

স্যাভলন ক্লিন বাংলাদেশ ক্যাম্পেইনের অংশ হিসাবে এবার এধরনের আয়োজন করা হয়েছে বলে কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

এতে বলা হয়, স্যাভলন ২০১৭ থেকে ‘স্যাভলন-ক্লিন বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, সাম্প্রতিককালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া পাওয়া “ট্রাশট্যাগ চ্যালেঞ্জ”-এর সাথে যুক্ত হয়েছে।

ক্যাম্পেইনে অংশ নেওয়ার জন্যে সর্বোচ্চ ৩ জনের একটি টিম গঠন করে, স্যাভলন বাংলাদেশ পেইজের ইনবক্সে নাম, ফোন নাম্বার, ঠিকানা এবং যেই জায়গাটি পরিষ্কার করতে আগ্রহী তার ছবি শেয়ার করতে হবে।

ছবিগুলো যাচাই করে স্যাভলন আগ্রহী টিমগুলোর কাছে পাঠিয়ে দিবে স্যাভলনের টি-শার্ট সহ ‘স্যাভলন ক্লিনিং কিট’।

পরিষ্কার করার পর সেই একই জায়গায় স্যাভলনের টি-শার্ট পরে অংশগ্রহণকারী টিম তাদের ছবি স্যাভলন বাংলাদেশ পেইজের ইনবক্সে পাঠিয়ে দিলেই পেয়ে যাবে স্যাভলনের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট।