প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তিন ব্যাংকের অনুদান

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে আর্থিক অনুদান দিয়েছে বেসরকারি খাতের তিন ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2019, 12:57 PM
Updated : 4 April 2019, 02:11 PM

ব্যাংক তিনটি হচ্ছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড-ইবিএল, প্রিমিয়ার ব্যাংক এবং সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক-এসবিএসি।

মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয় বলে ব্যাংক তিনটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ড ও সাম্প্রতিক অন্যান্য দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের সাহায্যের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এই অনুদান দেয়া হয়েছে।

ইবিএলের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী, প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এইচ বি এম ইকবাল এবং এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অনুদানের চেক তুলে দেন।

ইস্টার্ন ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক এক কোটি টাকা এবং এসবিএসি ব্যাংক ২৫ লাখ টাকা করে দিয়েছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে।