খুলনায় স্কুল ব্যাংকিং সম্মেলন

খুলনায় স্কুল ব্যাংকিং সম্মেলন হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2019, 04:08 PM
Updated : 24 March 2019, 04:08 PM

সম্প্রতি খুলনার টাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে বেসরকারি প্রিমিয়ার ব্যাংক ‘লিড ব্যাংকিং’ পদ্ধতির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আর্থিক শিক্ষা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০১৯’ নামের এই সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে খুলনা জেলার ৪৮টি স্কুলের প্রায় ৬০০ শিক্ষার্থী অংশ নেয় বলে  প্রিমিয়ার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং সম্পর্কে ধারণা দেওয়া হয়। জীবনের শুরুতেই সঞ্চয়ের মানসিকতা ও অভ্যাস তৈরী এবং সঞ্চয়ের সুফল সম্পর্কে জানানো হয়।

প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক এ কে এম ফজলুর রহমান,খুলনার নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন খান,প্রিমিয়ার ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এবং রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মাদ শামিম মোরশেদ প্রমুখ সম্মেলনে উপস্থিত ছিলেন।