‘বেস্ট পিপল ম্যানেজমেন্ট প্লাটিনাম’ পুরস্কার পেল রবি

রবি আজিয়াটা লিমিটেড ‘বেস্ট পিপল ম্যানেজমেন্ট প্লাটিনাম’ পুরস্কার পেয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2019, 01:17 PM
Updated : 20 March 2019, 01:17 PM

অপারেটর রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০১৮ সালের সাফল্যের ওপর এ পুরস্কার দিয়েছে রবির মূল কোম্পানি আজিয়াটা গ্রুপ বারহাদ।

সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে রবির ম্যানেজিং কাউন্সিলের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।

এর মাধ্যমে টানা সাত বছর এই পুরস্কার পাওয়ার গৌরব অর্জন করল রবি।

এশিয়ার অন্যতম বৃহৎ টেলিযোগাযোগ কোম্পানি হিসাবে আজিয়াটা গ্রুপ ১১টি দেশে ৩৫০ মিলিয়ন গ্রাহককে টেলিযোগাযোগ সেবা প্রদান করছে।

ডিজিটাল টেলিযোগাযোগ, ডিজিটাল ব্যবসা ও অবকাঠামোর দিকে নজর দিয়ে ২০২১ সালের মধ্যে নতুন প্রজন্মের ডিজিটাল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে আজিয়াটা।

আসিয়ান ও দক্ষিণ এশিয়ার বাজারে শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটরগুলোতে সিংহভাগ মালিকানা রয়েছে আজিয়াটার। মালয়েশিয়ায় ‘সেলকম’, ইন্দোনেশিয়ায় ‘এক্সএল’, শ্রীলঙ্কায় ‘ডায়ালগ’, বাংলাদেশে ‘রবি’, ক্যাম্বোডিয়ায় ‘স্মার্ট’, নেপালে এনসেল এবং কৌশলগত অংশীদার হিসাবে ভারতে ‘আইডিয়া’ নামে কার্যক্রম পরিচালনা করছে আজিয়াটা।

এশিয়ার টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি আজিয়াটা গ্রুপ বারহাদের (মালয়েশিয়া) একটি কোম্পানি হচ্ছে রবি আজিয়াটা লিমিটেড (রবি)। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর।