বাংলা বানানের জন্য ৮ জনকে পুরস্কার দিল আকিজ প্লাস্টিকস

বাংলা বানানে দক্ষতার জন্য আটজনকে পুরস্কার দিয়েছে আকিজ প্লাস্টিকস।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2019, 01:11 PM
Updated : 20 March 2019, 01:12 PM

বুধবার এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির উদ্যোগে পরিচালিত ‘যাচাই করুন আপনার বানানের জ্ঞান’ শ্লোগানে ‘বাংলা বানান অভিযান’ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

একইসঙ্গে এই প্রতিযোগিতায় সর্বোচ্চ পয়েন্ট পাওয়াদের মধ্যে বাছাই করা প্রথম আটজনকে ‘আপসহীন বাংলাভাষী’ হিসেবে প্রশংসাপত্র ও পুরস্কার দেওয়া হয়।

রাজধানীর তেজগাঁওয়ে আকিজ হাউসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, রাস্তাঘাটে চলতে ফিরতে অনেক শব্দের ভুল বানান চোখে পড়ে। শুদ্ধভাবে ভাষার ব্যবহার উৎসাহিত করতে এই কর্মসূচি হাতে নেয় আকিজ প্লাস্টিকস। ৮ থেকে ২২ ফেব্রুয়ারি চলে এই কার্যক্রম।

মাঠ পর্যায়ে দেশের আটটি বিভাগীয় শহরে কাজ করে বাংলা বানান অভিযান; উদ্দেশ্য বাংলা বানানের সঠিক প্রয়োগ।

বাংলা বানান দক্ষতা যাচাইয়ের জন্য ‘বাংলা বানান অভিযান’ নামে একটি ফেইসবুক অ্যাপও চালু করা হয়। আকিজ প্লাস্টিকসের অফিসিয়াল ফেইসবুক পেইজ থেকে লিঙ্কের মাধ্যমে এতে অনেকেই অংশগ্রহণ করেন।

সংবাদ সম্মেলনে আজিজ প্লাস্টিকসের বিজনেস হেড চৌধুরী হাসান তারেক, হেড অফ ব্র্যান্ড এম আলমগীর হোসাইন, অপারেশন ম্যানেজার মিনহাজ বিন মিজান, হেড অফ কর্পোরেট সেলস আতিকুর রহমান এবং ম্যানেজার অভিষেক বণিক উপস্থিত ছিলেন।