দুই ধরনের ‘ফার্স্ট ফ্লাশ চা’ আনছে হালদা ভ্যালী

চায়ের সমঝদারদের জন্য দুই ধরনের ‘ফার্স্ট ফ্লাশ চা’ নিয়ে আসছে হালদা ভ্যালী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2019, 02:27 PM
Updated : 18 March 2019, 02:27 PM

সোমবার হালদা ভ্যালীর গুলশান অফিসে ফার্স্ট ফ্লাশ চায়ের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চীনের চা বিশেষজ্ঞ লু জিয়াং ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালদা ভ্যালী ফুড অ্যান্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক শামীম খান, হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট আশিক পাশা এবং ব্র্যান্ড ম্যানেজার আজমাঈন রহমান।

অনুষ্ঠানে জানানো হয়, ২১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত পাওয়া যাবে এই দুই ধরনের চা।

‘ফার্স্ট ফ্লাশ ড্রাগন ওয়েল গ্রিন টি’ পাওয়া যাবে ৭৫ গ্রামের প্যাকেটে এবং ‘ফার্স্ট ফ্লাশ সিলভার নিডল হোয়াইট টি’ পাওয়া যাবে ৫৫ গ্রামের প্যাকেটে।

বসন্তের একদম শুরুতে সদ্য জন্মানো পাতা থেকে যে চা তৈরি হয়, তাকেই বলা হয় ফার্স্ট ফ্লাশ চা।সুগন্ধি, উজ্জ্বলতা আর স্বাদের কারণে সারাবিশ্বেই ফার্স্ট ফ্লাশ চায়ের চাহিদা রয়েছে।

গত কয়েক বছর ধরে চীনের চা বিশেষজ্ঞ লু জিয়াং হালদা ভ্যালীর সঙ্গে চায়ের আন্তর্জাতিক বাজার ও মান-নিয়ন্ত্রণ উপদেষ্টা হিসেবে কাজ করছেন।

হালদা ভ্যালীর চা-বাগানটি চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদী তীরে অবস্থিত।

ঢাকার ধানমণ্ডির মিনা বাজার, গুলশানের স্বপ্ন ও ইউনিমার্ট, ঢালী সুপারশপ, আগোরা, বসুন্ধরার মেহেদি মার্ট  এবং চট্টগ্রামে আগোরা ও খুলশি মার্টে পাওয়া যাবে হালদা ভ্যালীর ফার্স্ট ফ্লাশ চা।

যারা ঘরে বসে এই চা পেতে চান তারা অর্ডার করতে পারেন ই-কমার্স সাইটগুলোতে।