সমাজের অসঙ্গতি রুখতে চিয়ার আপের ‘আমার শপথ’ কর্মসূচি

সমাজের নানা অসঙ্গতি রুখতে নাগরিকদের করণীয় সম্পর্কে জানাতে সচেতনতামূলক কর্মসূচি শুরু করছে  প্রাণ গ্রুপের বেভারেজ ব্র্যান্ড চিয়ার আপ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2019, 12:32 PM
Updated : 18 March 2019, 12:34 PM

‘আমার শপথ’ শিরোনামে জনসচেতনতামূলক এ কর্মসূচিতে দুর্নীতি, ইভটিজিং, মাদক সমস্যাসহ সমাজের নানা অসঙ্গতি নিয়ে মার্চ মাস জুড়ে বিভিন্ন বার্তা প্রচার করবে চিয়ার আপ।

সচেতনামূলক বার্তা ছড়াতে টি-শার্ট, দেয়াল লিখনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা করছে চিয়ার আপ। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা আয়োজন করছে কনসার্ট।

চিয়ার আপের জেনারেল ম্যানেজার অরুণাংশু ঘোষ বলেন, “দেশ বদলাতে হলে অবশ্যই আমাদের অভ্যাসের পরিবর্তন করতে হবে। আমরা ঠিক থাকলে দেশ এগিয়ে যাবে; বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পাবে।

“এজন্য আমাদের ব্র্যান্ড চিয়ার আপের মাধ্যমে সেই সচেতনার কাজ করতে স্বাধীনতার মাসকেই বেঁছে নিয়েছি।”

ইতোমধ্যে চিয়ার আপ গুলশান, বাড্ডা, মিরপুর, গাবতলী, সায়েদাবাদ, কমলাপুরসহ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে সচেতনামূলক বার্তা লেখা টি-শার্ট বিতরণ করেছে বলে জানান তিনি।

ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা ও নেয়াখালীর বিশ্ববিদ্যালগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করেছে তারা।

গত ১৩ মার্চ থেকে শুরু হওয়া চিয়ার আপের জনসচেতনতামূলক এ ক্যাম্পেইন চলবে ৩১ মার্চ পর্যন্ত।