দেশেই গাড়ি তৈরি করতে হবে: শিল্পমন্ত্রী

বাংলাদেশে অটোমোবাইল শিল্পের বিশাল বাজার তৈরি হয়েছে উল্লেখ করে দেশেই গাড়ি তৈরির তাগিদ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2019, 08:14 PM
Updated : 14 March 2019, 08:42 PM

বৃহস্পতিবার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত তিন দিনব্যাপী ঢাকা মোটর শো-২০১৯ উদ্বোধন করে তিনি বলেন, “আমদানিকৃত গাড়ির ওপর নির্ভরশীল হয়ে এ বাজার অন্যের হাতে তুলে দেওয়া যুক্তিসঙ্গত নয়। মোটরগাড়ি উৎপাদন শিল্পে বিনিয়োগে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।

“দেশেই মোটর গাড়ি তৈরি করে এ বাজার ধরে রাখতে হবে।”

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের শিল্পমন্ত্রীর দায়িত্ব পালনকালে ইস্ট পাকিস্তান স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (ইপসিক) প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলে শিল্পায়নের বীজ বপন করেছিলেন বলে জানান শিল্পমন্ত্রী।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে এ প্রতিষ্ঠান ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশে ভূমিকা রেখে চলেছে।

“বঙ্গবন্ধুর অর্থনৈতিক মুক্তির স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশের শিল্পখাত ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে। বর্তমানে বাংলাদেশ বিশ্ব সম্প্রদায়ের জন্য উন্নয়নের অনুকরণীয় মডেল হয়ে দাঁড়িয়েছে।”

বিশ্বব্যাপী অত্যাধুনিক অটোমোবাইল শিল্প বিকাশের ফলে আমদানিকৃত রিকন্ডিশনড গাড়ি ‘খুব শিগগির’ বাজার হারাবে বলে মনে করেন শিল্পমন্ত্রী।

এ কারণে বাংলাদেশে রিকন্ডিশনড গাড়ি ডাম্পিং করার জায়গা খুঁজে পাওয়া কঠিন হবে মন্তব্য করে এ বাস্তবতায় গাড়ি সংযোজন কিংবা আমদানির পরিবর্তে নিজস্ব ব্র্যান্ডের গাড়ি উৎপাদনের তাগিদ দেন তিনি।

বেসরকারি উদ্যোক্তা প্রতিষ্ঠান সেমস গ্লোবাল তিন দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করে।

সেমস গ্লোবালের সভাপতি মেহেরুন এন ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরইএল মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ হাসনাইন, র‌্যাংকন মোটর বাইকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাওন হাকিম, এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের পরিচালক এনামুল হক চৌধুরী এবং কর্ণফুলী গ্রুপের নির্বাহী পরিচালক আনিস-উদ-দৌলা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

পরে প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

১৬টি দেশের আড়াইশর বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে এ প্রদর্শনীতে হচ্ছে ‘পঞ্চম ঢাকা বাইক শো’, ‘চতুর্থ ঢাকা অটোপার্টস শো’ এবং ‘তৃতীয় ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো’।

এতে প্রদর্শন হচ্ছে অটোমোবাইল শিল্পখাতে উদ্ভাবিত সর্বশেষ ডিজাইনের মোটরবাইক, স্কুটার, বাণিজ্যিক যানবাহন, বাস, ট্রাক, থ্রি হুইলার এবং বিকল্প শক্তিচালিত যানবাহন।

প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে।