চুড়িহাট্টা ট্রাজেডি: হতাহতদের ২৫ লাখ টাকা দেবে ডিসিসিআই

পুরান ঢাকার চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকাণ্ডে হতাহতদের সাহায্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2019, 12:34 PM
Updated : 23 Feb 2019, 12:34 PM

ডিসিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় অন্তবর্তীকালীন সহযোগিতা হিসেবে ডিসিসিআই ফাউন্ডেশনের পক্ষ থেকে এই টাকা অনুদান দেওয়া হবে।

ডিসিসিআই ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, সকলের সাথে আলোচনার ভিত্তিতে সমন্বিত উদ্যোগের মাধ্যমে স্থায়ী সমাধানে আসতে না পারলে ২০১০ সালে নিমতলীতে ঘটে যাওয়া স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের মত ঘটনার পুণরাবৃত্তি আবারও ঘটতে পারে।

‘চকবাজারই যেন এ ধরণের অনাকাঙ্খিত ভয়াবহ অগ্নিকাণ্ডের সর্বশেষ উদাহরণ হয়’ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়।