রোহিঙ্গাদের জন্য শাহজালাল ব্যাংকের ওষুধ

মিয়ানমারে সহিংসতার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের চিকিৎসায় সহায়তার জন্য জরুরি ওষুধ সামগ্রি পাঠিয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2019, 05:48 PM
Updated : 20 Feb 2019, 05:48 PM

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কক্সবাজারে রিফিউজি রিলিফ অ্যান্ড রিপাট্রিয়েশন কমিশনারের  (আরআরআরসি) কার্যালয়ে ওষুধগুলো হস্তান্তর করা হয়।

আরআরআরসি কমিশনার আবুল কালাম শাহজালাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলামের কাছ থেকে তা গ্রহণ করেন।

মিয়ানমারের সেনাবাহিনীর হাতে জাতিগত নিধনের শিকার হয়ে ২০১৭ সালের পর থেকে রোহিঙ্গা জনগোষ্ঠী সাত লাখেরও বেশি সদস্য বাংলাদেশে আশ্রয় নেয়। একই ঘটনায় আগে থেকেই কক্সবাজার জেলার বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিল চার লাখ রোহিঙ্গা।