ঢাকা ট্রাভেল মার্টের পার্টনার কান্ট্রি নেপাল

পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা উন্নয়ন ও পর্যটক বিনিময় বাড়ানোর লক্ষ্যে আন্তর্জাতিক পর্যটন মেলা ‘নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট ২০১৯’ এর পার্টনার কান্ট্রি হিসেবে যোগ দিয়েছে নেপাল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2019, 03:30 PM
Updated : 19 Feb 2019, 03:30 PM

রাজধানীর সোনারগাঁও হোটেলে আগামী ২১ থেকে ২৩ মার্চ এ পর্যটন মেলা অনুষ্ঠিত হবে।

ঢাকা ট্রাভেল মার্টের আয়োজক ভ্রমণ বিষয়ক পাক্ষিক বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং নেপাল ট্যুরিজম বোর্ডের জ্যেষ্ঠ পরিচালক নন্দিনী লাহে থাপা সম্প্রতি ঢাকায় এ সংক্রান্ত একটি চুক্তি সই করেছেন।

মনিটরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেপালে ভ্রমণ ও পর্যটন ব্যবসার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, হোটেল এবং নেপালে ট্যুরিজম বোর্ডের কর্মকর্তারা এ মেলায় অংশ নেবেন।

নেপাল থেকে আগত প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন পর্যটন সেবা ও পণ্য প্রদর্শনের পাশাপাশি উভয় দেশের পর্যটন খাতের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করবে।

এবারের ঢাকা ট্রাভেল মার্টের টাইটেল স্পন্সর হিসেবে সহযোগিতা করছে দেশের বেসরকারী খাতে শীর্ষস্থানীয় এয়ারলাইন- নভোএয়ার।